আমাদের মালদা ডিজিট্যাল

Jul 28, 2021

অপহৃত ১১ জন পঞ্চায়েত সদস্যদের উদ্ধার করল পুলিশ

হরিশ্চন্দ্রপুরের অপহৃত ১১ জন সদস্যকে উদ্ধার করল পুলিশ। কাটিহার নিয়ে যাওয়ার পথে তাঁদের উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, তৃণমূল পরিচালিত দৌলতনগর গ্রামপঞ্চায়েতের প্রধান নজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে অনাস্থার ডাক দেন ১২ জন সদস্য। গতকাল ওই সদস্যদের সই ভেরিফিকেশনের দিন ছিল। সই ভেরিফিকেশনের জন্য ব্লক অফিসে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় হরিশ্চন্দ্রপুর-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবির স্বামী তথা এলাকার যুব তৃণমূল নেতা আশরাফুল হকের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল ব্লক চত্বরে আসে। ওই ১২ জন পঞ্চায়েত সদস্যকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা। দুই পক্ষের হাতাহাতিতে এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দুষ্কৃতীরা কোনোমতে ১১ জনকে অপহরণ করে এলাকা থেকে পালিয়ে যায়।

ঘটনার পর বিডিও হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত নামে পুলিশ। গভীর রাতে কাটিহার যাওয়ার পথে ১১ জন সদস্যকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিনজনকে আজ চাঁচল আদালতে পেশ করা হয়েছে।

[ আগের খবরঃ পঞ্চায়েতে অনাস্থা আনতে সদস্যদের অপহরণের অভিযোগ ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন