আমাদের মালদা ডিজিট্যাল

Jul 22, 2021

কালিয়াচক-গাজোলে ফায়ার স্টেশন নির্মাণে জমির খোঁজ

জেলায় দুটি নতুন ফায়ার স্টেশন নির্মাণের চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। কালিয়াচক ও গাজোলে ফায়ার স্টেশনের জন্য জমির খোঁজ শুরু করেছে সংশ্লিষ্ট দফতর। উপযুক্ত জমি পেলেই ফায়ার স্টেশন নির্মাণের কাজ শুরু হবে বলে জানালেন ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন।

তিনি বলেন, গত কয়েকবছরে অগ্নি নির্বাপণ দফতরে যথেষ্ট উন্নতি হয়েছে। অগ্নি নির্বাপণে অনেক অত্যাধুনিক যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে জেলায় তিনটি ফায়ার স্টেশন রয়েছে। জেলায় আরও দুটি ফায়ার স্টেশন নির্মাণের কথা চিন্তাভাবনা করা হচ্ছে। কালিয়াচক ও গাজোলে উপযুক্ত জমি মিললেই ফায়ার স্টেশন নির্মাণের দিকে এগোনো যাবে। তবে আগুনের ক্ষয়ক্ষতি রুখতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। মানুষ সচেতন হলে বড়ো দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পাশাপাশি হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর কাজ করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।

[ আরও খবরঃ পথ ভুলে মালদায়, চিকিৎসার পর ট্রেনে ঘরে পাঠানো হল প্রৌঢ়কে ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন