আমাদের মালদা ডিজিট্যাল

Sep 10, 2021

পুরসভায় ভুতুড়ে কর্মী, বরখাস্ত করল প্রশাসক

পুরসভার কর্মী, প্রতি মাসে বেতন চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে। অথচ পুরসভার কোনও কর্মী তাদের দেখেননি। এমনই ১৮ জন ভুতুড়ে কর্মীর হদিশ মিলল পুরাতন মালদা পুরসভায়। ওই ১৮ কর্মীকে ছাঁটাই করলেন পুরসভার প্রশাসক। তাঁর ধারণা, এমনই আরও ভুতুড়ে কর্মী রয়েছে পুরসভায়। তাদেরও খোঁজ করে বরখাস্ত করা হবে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ছাঁটাই করা কর্মীরা পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে মশাবাহিত রোগ প্রতিরোধের কাজে নিযুক্ত ছিলেন। অথচ তাঁদের কোনোদিনই পুরসভায় দেখা যায়নি। আদতে তারা পুরসভায় কাজ করেন কি না তা নিয়েও নিশ্চিত নন অনেকেই। গতকাল বোর্ড মিটিং ডেকে এই ১৮ জন কর্মীকে ছাঁটাই করেন পুরাতন মালদা পুরসভার প্রশাসক বশিষ্ট ত্রিবেদী।

১৮ জন ভুতুড়ে কর্মীর হদিশ মিলল পুরাতন মালদা পুরসভায়

তিনি জানান, আপাতত ১৮জন ভুতুড়ে কর্মীকে ছাঁটাই করা হয়েছে। পুরসভার আরও ভুতুড়ে কর্মী থাকতে পারে। তাদের খোঁজ করে বরখাস্ত করা হবে। এই অভিযান চলতে থাকবে। পুরসভার কর নিয়ে দুর্নীতি উদাহরণও উঠে এসেছে। কর নিয়ে প্রায় ২০ লক্ষ টাকা জালিয়াতি করা হয়েছে। কর নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

[ আগের খবরঃ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র সহ গ্রেফতার পাঁচ ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন