আমাদের মালদা ডিজিট্যাল

Apr 21, 2020

মাটি খুঁড়তেই বেরিয়ে এল কষ্টিপাথরের দেবমূর্তি

Updated: Aug 11, 2020

পুকুর খুঁড়তে গিয়ে মাটি থেকে বেরিয়ে এল কষ্টিপাথরের এক দেবমূর্তি। ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার গোয়ালজহি গ্রামে। সূত্র মারফত জানা গেছে, আজ স্থানীয় বাসিন্দা সোরেন মণ্ডল তাঁর নিজের জমিতে পুকুর খোঁড়ার কাজ শুরু করেন। এই কাজ করার সময় মাটি থেকে এই মূর্তিটি পাওয়া যায়।

এক ফুট উচ্চতা বিশিষ্ট এই দেবমূর্তির ওজন প্রায় আড়াই কিলোগ্রাম। স্থানীয় বাসিন্দাদের অনেকেই উদ্ধার হওয়া এই ভাস্কর্যকে সরস্বতীর মূর্তি বলে দাবি করেছেন। কিন্তু আদতে মূর্তিটির ক্ষেত্রে সরস্বতী দেবীমূর্তির কোনও লক্ষণ দৃশ্যমান নয় বলেই বিশেষজ্ঞদের মত। মূর্তিটির মুখাবয়ব সহ বেশ কিছু অংশ ভাঙা।

এদিকে মূর্তিটি উদ্ধার হওয়ার সাথে সাথে শোরগোল পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা মূর্তির পায়ে সিঁদুর লেপন করে পুজো শুরু করে দেন। খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বামনগোলা থানা সূত্রে জানানো হয়েছে মূর্তিটিকে মালদা জেলা প্রত্নতত্ত্ব সংগ্রহশালায় রাখা হবে। এই বিষয়ে জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছে বামনগোলা থানার পুলিশ।

মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন