আমাদের মালদা ডিজিট্যাল

Dec 13, 2023

মিলছে না খাবার, প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ

দীর্ঘ ১৫ দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার পাচ্ছেন না শিশু, প্রসূতি ও গর্ভবতী মায়েরা। অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ অভিভাবকদের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের বাগমারা গ্রামে।

বাগমারা পশ্চিমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীর দায়িত্বে রয়েছেন নাসরীন খাতুন ও রাঁধুনি সাহেরা খাতুন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১৫ দিন ধরে এই কেন্দ্র থেকে খাবার দেওয়া হচ্ছে না। যে দিন খাবার দেওয়া হয় তাও অত্যন্ত নিম্নমানের থাকে। সরকারি নির্দেশিকা উপেক্ষা করেই সপ্তাহের প্রতি শনিবার কেন্দ্র বন্ধ রাখা হয়। কর্মী নিয়মিত কেন্দ্রে আসেন না। প্রতিবাদে আজ অভিভাবকরা কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, সেই সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অভিভাবকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

ঘটনাপ্রসঙ্গে সিডিপিও আবদুল সাত্তার জানান,

এই কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে। তিনবার ওই কেন্দ্রের কর্মীকে শোকজও করা হয়েছে। অভিভাবকেরা লিখিত অভিযোগ করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন