আমাদের মালদা ডিজিট্যাল

Aug 4, 2021

বিদ্যুৎ নেই, নতুন ট্রান্সফরমারের জন্য সড়ক অবরোধ

বেশ কয়েকদিন আগে এলাকার ট্রান্সফরমার পুড়ে গিয়েছে। নতুন ট্রান্সফরমার লাগানোর জন্য পাঁচ হাজার টাকা দাবি করছেন বিদ্যুৎকর্মীরা এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিদ্যুৎ দফতরের কর্মীরা নাকি জানিয়ে দিয়েছেন, টাকা না দিলে এলাকায় বিদ্যুৎ আসবে না। এরই প্রতিবাদে আজ চাঁচল ১ ব্লকের মকদমপুরে চাঁচল-স্বরূপগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

এলাকাবাসীর অভিযোগ, এলাকায় বিদ্যুৎ না থাকায় পাম্প চলছে না। জলের অভাবে খেত শুকিয়ে গিয়েছে। প্রচণ্ড গরমে দিন কাটানো যাচ্ছে না। বয়স্ক ও শিশুরা ভীষণ সমস্যায় পড়েছে। গতকাল গরমে একজনের মৃত্যুও হয়েছে। সব কথা জেনেও বিদ্যুৎ দফতর নতুন ট্রান্সফরমার বসাতে কোনও উদ্যোগ নিচ্ছে না। এরই প্রতিবাদে আজ পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন তাঁরা।

গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেছেন বিডিও। গ্রামবাসীরা জানাচ্ছেন, বিডিও এনিয়ে বিদ্যুৎ দফতরের আধিকারিকের সঙ্গে কথা বলেছেন। চলতি সপ্তাহেই নতুন ট্রান্সফরমার বসানো হবে বলে তাঁরা জানতে পেরেছেন।

[ আরও খবরঃ মেডিকেলের পরিসেবা খতিয়ে দেখলেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন