আমাদের মালদা ডিজিট্যাল

Mar 9, 2022

গয়েশবাড়ি গ্রামপঞ্চায়েতের নতুন প্রধান রেমিকা বিবি

প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে অনাস্থা ডাকা হয়েছিল। অনাস্থার মাধ্যমে অপসারণ করা হয় প্রধানকে। ১৬ জন সদস্যের সমর্থনে কালিয়াচক এক নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রামপঞ্চায়েতের নতুন প্রধান হলেন রেমিকা বিবি।

গত পঞ্চায়েত নির্বাচনে গয়েশবাড়ি গ্রামপঞ্চায়েতের মোট ১৯টি আসনের মধ্যে ১৮টি আসন পেয়ে এককভাবে পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। প্রধান হয়েছিলেন নাইমা খাতুন। কিন্তু কয়েক বছরের মধ্যেই প্রধান নাইমা খাতুনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে। গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অনাস্থা ডাকা হয়। অনাস্থার পর অপসারণ করা হয় পঞ্চায়েত প্রধানকে। আজ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে নতুন প্রধান নির্বাচিত হন রেমিকা বিবি।

রেমিকা বিবি জানান, এর আগের প্রধান একাধিক দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছিলেন। ফলে কিছুটা হলেও উন্নয়ন থমকে পড়েছিল। সকল সদস্য এবং দলের সিদ্ধান্ত মতো তাঁকে প্রধান করা হয়েছে।

[ আরও খবরঃ চেয়ারের চৌরাস্তা। মিলবে কোথায়? ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন