আমাদের মালদা ডিজিট্যাল

Jun 1, 2022

ক্লাস শুরু করলেন ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়ারা

অবশেষে স্বস্তির খবর। হাঁফ ছাড়ছেন ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়ারা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর তাঁরা কোনোরকমে দেশে ফিরে এসেছিলেন। এরপরে তাঁরা অনলাইনে কলেজের থিওরি ক্লাস করছিলেন। কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করার কোনও সুযোগ পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত তাঁদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়ারা রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতেই প্র্যাকটিক্যাল ক্লাস করার সুযোগ পাবেন। তাঁর সেই ঘোষণা মতো আজ থেকে মালদা মেডিকেল কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করেছেন ২১ জন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়া। পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক সহ ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা।

[ আরও খবরঃ থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন