আমাদের মালদা ডিজিট্যাল

Aug 1, 2019

‘দিদিকে বলো’ কর্মসূচির সূচনা হল মালদায়

Updated: Nov 18, 2020

মালদা জেলায় ‘দিদিকে বলো’ কর্মসূচির শুরুর সূচনা করলেন তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম নূর। আজ এক সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি৷ বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় নেতা মোয়াজ্জেম হোসেন ও গৌরচন্দ্র মণ্ডল।

মৌসম বলেন, ‘দিদিকে বলো’ নতুন জনসংযোগ প্রচার৷ এর জন্য একটি হেল্পলাইন নম্বর ছাড়াও একটি ওয়েবসাইট করা হয়েছে৷ সেখানে গিয়েও যে কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন৷ ৯১৩৭০ ৯১৩৭০ নম্বরে ফোন করে দিদির সঙ্গে কথা বলা যাবে৷ দিদির এই পরিকল্পনায় তৃণমূলের সমস্ত নেতৃত্ব গর্বিত৷ জেলা তৃণমূলের সমস্ত জনপ্রতিনিধি ১০০ দিনের মধ্যে ১০ হাজারেরও বেশি গ্রামে যাবেন৷ কে কবে কোথায় যাবেন, তা রাজ্য নেতৃত্ব জানাবে। আপাতত জেলার ৪ জন দলীয় বিধায়কের কাছে গ্রামের তালিকা পৌঁছে দেওয়া হয়েছে৷ আগামীকাল থেকেই তাঁরা গ্রামে গ্রামে ঘোরা শুরু করবেন৷ বিধায়কদের পরে পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও বুথ স্তরে এই কাজ শুরু করবেন৷