আমাদের মালদা ডিজিট্যাল

May 11, 2022

যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য মানিকচকে

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মানিকচকে। প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার অবসাদে আত্মহত্যা বলে অনুমান স্থানীয়দের একাংশের। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত যুবকের নাম সঞ্জয় ঘোষ (২০)। সম্প্রতি সে উচ্চমাধ্যমিক পাশ করেছেন এনায়েতপুর ইএ উচ্চবিদ্যালয় থেকে। জানা গিয়েছে, সঞ্জয় বছরখানেক আগে হবিবপুর কলাইবাড়ি এলাকার এক মেয়েকে বিয়ে করে। মেয়েকে নাবালিকা দাবি করে সঞ্জয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে সঞ্জয় ঘোষের জেল হেপাজত হয়। তিন মাস জেল হেফাজতের পর বাড়ি ফিরে সঞ্জয় জানতে পারে ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়েছে। এরপর থেকে মানসিক অবসাদে ভুগছিল সে। আজ ভোরবেলা বাড়ির লোকজন সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। মানিকচক থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মানিকচকে। প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার অবসাদে আত্মহত্যা বলে অনুমান স্থানীয়দের একাংশের। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অবসাদে আত্মহত্যা বলে অনুমান স্থানীয়দের একাংশের। প্রতীকী ছবি

মৃত যুবকের নাম সঞ্জয় ঘোষ (২০)। সম্প্রতি সে উচ্চমাধ্যমিক পাশ করেছেন এনায়েতপুর ইএ উচ্চবিদ্যালয় থেকে। জানা গিয়েছে, সঞ্জয় বছরখানেক আগে হবিবপুর কলাইবাড়ি এলাকার এক মেয়েকে বিয়ে করে। মেয়েকে নাবালিকা দাবি করে সঞ্জয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে সঞ্জয় ঘোষের জেল হেপাজত হয়। তিন মাস জেল হেফাজতের পর বাড়ি ফিরে সঞ্জয় জানতে পারে ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়েছে। এরপর থেকে মানসিক অবসাদে ভুগছিল সে। আজ ভোরবেলা নাগাদ বাড়ির লোকজন সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। মানিকচক থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

[ আরও খবরঃ দুই সপ্তাহে বাজারে আসবে মালদার আম, ধোয়াশা দামে ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন