আমাদের মালদা ডিজিট্যাল

Jan 9

আরএসএস নিয়ে শব্দ খরচ করেন না মমতা, মন্তব্য বিমান বসুর

তৃণমূলের পদাধিকারীদের অনেকেই দুর্নীতির দায়ে অভিযুক্ত। অনেকেই জেলে রয়েছে, অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। তৃণমূলে এমন আরও অনেক নেতা-কর্মী রয়েছে। আরএসএস থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম। সেই কারণেই উনি আরএসএস নিয়ে একটিও শব্দ খরচ করেন না। আর রাজনীতি করতে হবে বলেই তাঁর মুখে বিজেপির কথা শোনা যায়। মালদায় দলীয় কর্মসূচিতে এসে মন্তব্য করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

 

এবছর এসএফআইয়ের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মালদায়। সেই অনুষ্ঠানের প্রস্তুতির সম্মেলনে যোগ দিতে মালদায় আসেন বিমানবাবু। সম্মেলনে যোগ দেওয়ার আগে জেলা কার্যালয় মিহির দাস ভবনে আরও একটি কর্মসূচিতে অংশ নেন তিনি।

সেই কর্মসূচিতেই বিমানবাবুকে বলতে শোনা যায়, রাজনীতি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নিয়ে বলেন। অথচ তাঁর মুখে আরএসএস নিয়ে কোনো কথা শোনা যায় না। কারণ, আরএসএস তাঁর জন্ম দিয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিমানবাবু বলেন, আগামী ১৭ জানুয়ারি জ্যোতিবাবুর মৃত্যু দিবসে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের কাজ শুরু করা হবে। দলীয় নেতৃত্বরা সেই গবেষণাকেন্দ্রের কাজে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেখানে প্রথমে স্বাস্থ্য নিয়েই কাজ করার চিন্তাভাবনা করা হচ্ছে।

 

শেখ শাহাজাহানের প্রসঙ্গে বিমানবাবু বলেন, “কোনো ব্যক্তি নিয়ে বলে লাভ নেই। তৃণমূলের পদাধিকারীদের অনেকেই ভ্রষ্টাচারের দায়ে অভিযুক্ত। কেউ জেলে রয়েছে, কারও বিরুদ্ধে তদন্ত চলছে। দলটাতে এরকম অনেকেই রয়েছে।”

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন