আমাদের মালদা ডিজিট্যাল

Dec 6, 2022

বেজি মেরে মাংস খেয়ে বন দফতরের হাতে গ্রেফতার যুবক

সোশ্যাল মিডিয়ায় বেজি হাতে মাংস খাওয়ার কথা বলে ভিডিয়ো পোস্ট। সোশ্যাল মাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হতেই বন দফতরের কর্তারা নড়েচড়ে বসে। তদন্তে বেজি মেরে মাংস খাওয়ার প্রমাণ মিলতেই নারায়ণপুর থেকে এক যুবককে গ্রেফতার করল বন দফতর। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিপেন মাল। বাড়ি পুরাতন মালদহের নারায়ণপুর ঝাঁঝরা গ্রামে। মালদা জেলা ফরেস্ট রেঞ্জ অফিসার সুজিতকুমার চ্যাটার্জি জানান, সোশ্যাল মাধ্যমে দেখা যায় এক ব্যক্তি বেজি ধরে তার মাংস খাওয়ার কথা বলছে। সেই পোস্ট দেখে তদন্ত শুরু করা হয়। ধৃত ব্যক্তি বেজি মেরে খেয়েছে। সেই প্রমাণ পেয়ে নারায়ণপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক নিজেও সে কথা স্বীকার করেছে। এই লুপ্তপ্রায় প্রাণী ধরা, মারা, মাংস খাওয়া সমস্ত কিছু অপরাধ।

[ আরও খবরঃ লক্ষ লক্ষ টাকার মালিক আবাস যোজনার উপভোক্তা, রিপোর্টে বাধা! ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন