আমাদের মালদা ডিজিট্যাল

May 6, 2021

তিন দিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত দশ, শহরে খোলা শপিংমল

দিনের পর দিন বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার৷ বেঁধে দেওয়া হয়েছে বাজার-হাটের সময়সীমা৷ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে শপিংমল৷ কিন্তু সরকারি নির্দেশকে অমান্য করেই খোলা রাখা হচ্ছে শপিংমল৷ সময় অতিক্রান্ত হওয়ার পরেও বসছে বাজার৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে বাজার তুলতে রাস্তায় নামল পুলিশ৷

শহরে আজ বেশ কয়েকটি শপিংমল খোলার থাকতেও দেখা যায়

মালদা মেডিকেল সূত্রে জানা গিয়েছে, আজ পর্যন্ত মালদা মেডিকেলের কোভিড ইউনিটে ১৩৩ জন সংক্রমিত ভরতি রয়েছেন৷ তার মধ্যে ৭৪ জনের পরিস্থিতি উদ্বেগজনক৷ গত তিনদিনে মালদা মেডিকেলে ১০ জনের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৮৮৪টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে ৪৩৪টি নমুনায় করোনার হদিশ মিলেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার৷ অথচ সেই সমস্ত নির্দেশিকাকে উপেক্ষা করেই চলছে বাজার-হাট-শপিংমল৷

আরও খবরঃ পরীক্ষায় প্রতিদিন প্রায় ৫০ শতাংশ পজিটিভ, বেড বাড়ানো হচ্ছে মেডিকেলে

আজ সকাল ১০টার পর পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় সবজি, মাছ-মাংসের বাজারের সঙ্গে খোলা থাকা দোকানগুলিতে অভিযান চালায় পুলিশ৷ বাজার ও দোকান বন্ধ রাখার জন্য মাইকে বার্তা দেন আইসি৷ পাশাপাশি পথচলতি মানুষজনকে মাস্ক ও স্যানিটাইজার বিলি করেন পুলিশকর্মীরা৷ অন্যদিকে, মালদা শহরে আজ বেশ কয়েকটি শপিংমল খোলার থাকতেও দেখা যায়৷ সংবাদমাধ্যমকে দেখে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় শপিংমল৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন