আমাদের মালদা ডিজিট্যাল

Dec 26, 2020

নেশাসক্তদের আলোর পথে আনতে পুলিশের উদ্যোগ

মালদা থানার অন্তর্গত বেশকিছু নেশাসক্তদের বিনামূল্যে রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসার ব্যবস্থা করা হল। পাশাপাশি মালদা থানা পরিচালিত চেতনা স্কুলের ছাত্র-ছাত্রীদের হুইলচেয়ার ও প্রতিমাসে এক হাজার টাকা করে প্রতিবন্ধী ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয় শনিবার। পুরো কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘অন্ধকার থেকে আলোর পথে’।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশসুপার অলোক রাজোরিয়া, ডিএসপি আজারুদ্দিন খান, মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্যরা। পুলিশসুপার অলোক রাজোরিয়া জানান, মাদকাসক্ত এই যুবকদের সমাজে ঘৃণার চোখে দেখা হয়। ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে ঢলে পড়ে। এদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মালদা থানা পরিচালিত স্কুলের ছাত্রছাত্রীদের নানা সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।

[ আরও খবরঃ গনির গড়ে দুই ফুলের টক্কর ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন