আমাদের মালদা ডিজিট্যাল

Aug 28, 2017

রাতে মেডিক্যাল কলেজ চত্বরে মাদক খাইয়ে সর্বস্ব লুঠ

Updated: Feb 25, 2023

অন্তঃসত্ত্বা স্ত্রী গায়েত্রীকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেছিলেন সন্তোষ লেট। পুত্রসন্তানের জন্ম দেন গায়েত্রীদেবী রবিবারই। রাতে স্ত্রী ও নবজাত ছেলেকে দেখে মেডিক্যাল চত্বরেই রাত কাটানোর পরিকল্পনা করেন সন্তোষবাবু। একই পরিকল্পনা করেছিলেন বানভাসি রতুয়া থানার বাণীকান্তটোলা গ্রামের বাবলু চৌধুরি। তাঁর অসুস্থ ছেলে দেবকে মালদা মেডিক্যালে ভর্তি করেছেন তিনি। রাতে তাঁরা দুজনেই দুষ্কৃতীচক্রের শিকার হয়ে সর্বস্ব খুইয়েছেন। দুষ্কৃতীরা মাদক খাইয়ে তাঁদের সঙ্গে থাকা যাবতীয় হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে। এদিন সকালে অচৈতন্য অবস্থায় সন্তোষবাবুকে মেডিক্যালে ভর্তি করেন সেখানে উপস্থিত রোগীদের বাড়ির লোকজন। প্রথমদিকে বাবলুবাবু চলাফেরা করতে পারলেও পরে তিনিও মাদকের প্রভাবে বার বার পড়ে যেতে থাকেন। তাঁকেও পরে হাসপাতালে ভর্তি করা হয়।

ফের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে সক্রিয় হয়ে উঠেছে দুষ্কৃতীচক্র

এদিন সকালে সন্তোষবাবু কথা বলার মতো অবস্থায় ছিলেন না। জড়ানো গলায় বাবলুবাবু বলেন, গতকাল রাতে তাঁরা হাসপাতালের সামনের দিকে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় কয়েকজন তাঁদের কাছে আসে। বলে, তাদেরও রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তারাও তাঁদের দুজনকে জানায়, হাসপাতালের পিছনের দিকে সাইকেল স্ট্যান্ড রয়েছে। সেখানে ঘুমোনো যায়। তাদের কথা শুনে তাঁরা দুজনও সেই সাইকেল স্ট্যান্ডে যান। সেখানে সত্যিই ঘুমোনোর জন্য পর্যাপ্ত জায়গা ছিল। তাঁরা নিজেদের মধ্যে গল্পগুজবও করতে থাকেন। একসময় অচেনা লোকগুলি তাঁদের কফি কিনে খাওয়ায়। তাঁরা সেই কফি খান। তার কিছুক্ষণ পরেই তাঁরা বেহুঁশ হয়ে পড়েন। জ্ঞান ফিরলে দেখেন, তাঁর সঙ্গে থাকা ১০ হাজার টাকা নেই। পকেট কেটে সেই টাকা নিয়ে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে থাকা বীরভূমের বাসিন্দা সন্তোষবাবুরও সঙ্গে থাকা সমস্ত টাকাপয়সা ও মোবাইল ফোন গায়েব। সন্তোষবাবুকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন