আমাদের মালদা ডিজিট্যাল

Aug 3, 2019

এনএমসি ইশ্যুতে ফের বিক্ষোভ মেডিকেল কলেজে

Updated: Oct 17, 2020

কেন্দ্রের ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের প্রতিবাদে আজও প্রতিবাদে মুখর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর৷ এনিয়ে আজ মেডিকেল কলেজে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা৷ তাঁদের বিক্ষোভ দেখে হাসপাতালে যাওয়া রোগীদের মনে ফের আশঙ্কা তৈরি হয়৷ এই বুঝি ফের বন্ধ হয়ে যাবে চিকিৎসা পরিষেবা? যদিও চিকিৎসকদের বিক্ষোভে মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবায় কোনও প্রভাব পড়েনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ৷

সম্প্রতি লোকসভায় পাস হওয়া এনএমসি বিলে একটি ব্রিজকোর্সের উল্লেখ আছে। অর্থাৎ ব্রিজকোর্স করে এমবিবিএস ছাড়াও মডার্ন মেডিসিন প্র্যাকটিস করার সুযোগ পাওয়া যাবে। গ্রামে গ্রামে কমিউনিটি হেলথ্‌ প্রোভাইডার হিসাবে কাজ করার সুযোগ পাওয়া যাবে। এই বিলের প্রতিবাদে গত ৩১ জুলাই দেশ জুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখান চিকিৎসকরা। একই ইশ্যুতে আজ দুপুরে মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন৷

জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, কয়েকদিন আগে লোকসভায় পাস হওয়া এনএমসি বিলে চিকিৎসক ও সাধারণ মানুষকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। বিলে একটি ব্রিজকোর্সের উল্লেখ আছে। সেই কোর্সে মাত্র ৬ মাসে একজন চিকিৎসক হয়ে যেতে পারেন৷ সেই চিকিৎসককে কমিউনিটি হেলথ প্রোভাইডার হিসাবে পোস্টিং করানোর কথাও বিলে উল্লেখ আছে। ছয় মাস পড়াশোনা করে একজন কীভাবে সাধারণ মানুষের চিকিৎসা করবে? তাঁরা এর তীব্র বিরোধিতা করছেন৷ কেন্দ্রের এই বিলের বিরুদ্ধেই আজ তাঁরা মেডিকেল কলেজে বিক্ষোভ দেখিয়েছেন৷ তবে এর জন্য হাসপাতালের চিকিৎসা পরিষেবায় কোনও প্রভাব পড়েনি৷

ছবিঃ মিসবাহুল হক

প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন