আমাদের মালদা ডিজিট্যাল

May 17, 2023

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাঁচটি বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাঁচটি বাড়ি। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। অগ্নিকাণ্ডের দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছল দমকল। দমকল কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বুধবার দুপুরে রতুয়া-১ নং ব্লকের অন্তর্গত মহাদেবপুর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার জেরে ফের একবার দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি উঠতে শুরু করেছে।

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, রতুয়া-১ নং ব্লকের মহাদেবপুর গ্রামের বাসিন্দা কালাম খানের বাড়ির সামনে রাখা ছিল আমের ক্যারেট। সেই আমের ক্যারেট থেকে নিমেষে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দার দমকলে খবর দেওয়ার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ আনতে হাত লাগান। আগুন দেখতে পান স্থানীয়রা তারপর আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। ঘটনার দেড় ঘণ্টা পর চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পাঁচটি বাড়ি পুড়ে ছাই। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা বলে দাবি করেছেন পরিবারের লোকজন।

এদিকে, দমকলের গাড়ি দেরিতে আসার কারণে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা। পাশাপাশি রতুয়ায় স্থায়ী দমকলকেন্দ্র গড়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন