আমাদের মালদা ডিজিট্যাল

Aug 6, 2019

১৬ হাজার মাছের পোনা ছাড়া হল মহানন্দায়

Updated: Sep 9, 2020

মৎস্য দফতরের উদ্যোগে, মৎস সঞ্চার প্রকল্পের মাধ্যমে মহানন্দা নদীতে ১৬ হাজার মাছের পোনা ছাড়া হল মঙ্গলবার। উপস্থিত ছিলেন ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরি, মালদা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু, স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরি, মৎস্যজীবী প্রদীপ মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন মহানন্দা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের সঞ্চার করা হয়। মালদা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু জানিয়েছেন, গোটা জেলায় এক লক্ষ মাছ সঞ্চার করা হবে। আজ মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাটে ১৬ হাজার মাছের পোনা ছেড়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্‌বোধন করা হয়। এরপর জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন নদীতে মৎস্য সঞ্চার করা হবে। নদীয়ালি মাছের পোনা বড়ো হয়ে বংশবিস্তার করবে। এতে মৎস্যজীবীরা উপার্জনের আরও সুযোগ হবে।