অনিরুদ্ধ দাশগুপ্ত

Feb 13, 2020

কাঠের মেলায় হিন্দু-মুসলমান সম্প্রীতির সাক্ষী মালদা

Updated: Feb 26, 2020

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করল ইংরেজবাজারের মহদীপুরের বাউল মেলা। বুধবার রাতে এই বাউল মেলার রাস উৎসব অনুষ্ঠিত হয়। রাসোৎসবে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিল।

মেলা কমিটির সম্পাদক উত্তম ঘোষ জানান, মাঘীপূর্ণিমা উপলক্ষ্যে বত্রিশ প্রহরব্যাপী বাউল উৎসব এবং সাধুমেলার আয়োজন করা হয়ে থাকে প্রতিবছর। এবছর এই বাউল উৎসব ২৭ বছরে পদার্পণ করল। এই মেলা বর্তমানে কাঠের মেলা বলে এলাকায় পরিচিত। মহদিপুর ফেরিঘাটে অনুষ্ঠিত এই মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে। কারণ এই মেলায় হিন্দুদের পাশাপাশি মুসলিম ভাইবোনেরাও কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা অংশ নিয়ে থাকেন এই মেলায়। রাসোৎসব উপলক্ষ্যে কয়েক হাজার ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়।