আমাদের মালদা ডিজিট্যাল

Jun 6, 2019

সংশোধনাগারে বন্দির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ

Updated: Aug 24, 2019

সংশোধনাগারে বিচারাধীন যুবকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ দেখাল ওই যুবকের পরিবার সহ এলাকাবাসীরা৷দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ওই যুবকের মৃতদেহ শনাক্ত করা হবে না বলেও জানান বিক্ষোভকারীরা৷

গতকাল মালদা জেলা সংশোধনাগারের ভিতরে একটি নির্মীয়মানভবনে এক বিচারাধীন বন্দির মৃতদেহ উদ্ধার হয়৷মৃতের পরিবারের অভিযোগ, জেলের কয়েদিরা ওই যুবকের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত৷

রাজু মণ্ডলের স্ত্রী রূপা মণ্ডল জানান, জেলে দেখা করতে এসে স্বামী জানিয়েছিল, জেলের কয়েদি সহ জেলের কর্মীরাও তাঁর স্বামীকে মারধর করত৷শুধুমাত্র শারীরিক নির্যাতন নয় মানসিকভাবেও তাঁর স্বামীকে নির্যাতন করা হত৷তাঁরা এর বিচার চান৷ দোষীদের শাস্তি না হলে তাঁরা মৃতদেহ নিয়ে যাবেন না৷

#Digitaldesk #Englishbazar