আমাদের মালদা ডিজিট্যাল

Mar 15, 2019

কাজ বন্ধ রেখে বিক্ষোভে শামিল হাসপাতালের সাফাইকর্মীরা

Updated: Mar 31, 2023

প্রাপ্য মজুরি না পাওয়ার প্রতিবাদ করে সমস্ত ওয়ার্ডের সাফাইয়ের কাজ বন্ধ রেখে বিক্ষোভে শামিল হলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাইকর্মীরা। শুক্রবার সকাল থেকেই মেডিকেল কলেজের হাসপাতাল ভবনের মেনগেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সাফাইকর্মীরা।

মজুরি বৃদ্ধির দাবি উঠলে কখনও ২ টাকা কখনও ৩ টাকা দিন প্রতি মজুরি বৃদ্ধি করছে ঠিকাদাররা

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৭৫ জন সাফাইকর্মী ২০০ টাকা রোজ হিসেবে কাজ করেন৷সাফাই কর্মীদের অভিযোগ, ঠিকাদার বেশ কয়েকবছর ধরে মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও মজুরি বৃদ্ধি করেনি৷ মজুরি বৃদ্ধির দাবি উঠলে কখনও ২ টাকা কখনও ৩ টাকা দিন প্রতি মজুরি বৃদ্ধি করছে৷ এরই প্রতিবাদে এদিন মালদা মেডিকেলের (#MaldaMedicalCollege) সাফাইকর্মীরা কর্মবিরতিতে নেমেছেন৷

সাফাইকর্মী রবি মল্লিক জানান, তাঁদে প্রাপ্য মজুরি দৈনিক ৩৮৭ টাকা কিন্তু বর্তমানে তাঁরা রোজ ২০০ টাকা করে পাচ্ছেন। এই টাকায় তাঁদের সংসার চলছে না৷ সরকারের নির্ধারিত মজুরি তাঁরা চান৷ ঠিকাদার তাঁদের সঙ্গে বারবার আলোচনা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে৷ কিন্তু কোনও ফল হয়নি৷ সেই দাবিতে আজ তাঁরা কর্মবিরতিতে শামিল হয়েছেন৷ যতদিন পর্যন্ত তাঁদের দাবি মানা না হবে ততদিন তাঁরা এই কর্মবিরতি চালিয়ে যাবেন৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন