শুভাশিস সেন

Dec 27, 2019

বাইকে হেলমেটহীন শিশু, রাস্তায় আটকাল স্বেচ্ছাসেবী সংস্থা

শহরবাসীর এক বড় অংশের সান্ধ্যকালীন আড্ডাখানা হল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী চক অর্থাৎ হেড পোস্ট অফিস মোড়। এই আড্ডায় চলে গরম চায়ে চুমুক বিশেষ করে শীতের রাতের আড্ডা ও তার সঙ্গে গরম চায়ের চুমুক এক অন্যরকম মাত্রা আনে। এখানে যারা আড্ডা দিতে আসেন তারা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। কেউ পেশায় আইনজীবী, কেউ ছাত্র, কেউ সাংবাদিক, কেউ পুলিশ, কেউ ব্যবসায়ী আবার কেউ সাধারণ ফুটপাতের দোকানদার। এদের সমন্বয় গড়ে উঠেছে অবসরের জীবন শিখা নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এখানে নেই কোন সম্পাদক, নেই কোন প্রেসিডেন্ট। আছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভাতৃত্ববোধ ও সৌহার্দ্য। আর তাই এই সংগঠনের সদস্যরা বছরের বিশেষ দুটি দিনে মানুষের সেবায় নিয়োজিত হয়। এবছর তাদের অনুষ্ঠানের প্রথম দিনের প্রধান অঙ্গ ছিল মানবতা ও ভ্রাতৃত্ব বোধ। এছাড়া সেভ ড্রাইভ সেভ লাইফ-এর প্রচার।

দেখা যায় বাইক আরোহীরা অনেক ক্ষেত্রেই হেলমেট ব্যবহার করেন না বা ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে লাগামহীন গতিতে গাড়ি চালান, যা থেকে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকে। শুধু তাই নয় অধিকাংশ ক্ষেত্রে বাইক আরোহী তাঁর নিজের শিশুটিকে হেলমেট পড়ান না। তাই দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে একটি ক্যালেন্ডার সহ ট্রাফিক নিয়মের প্রচার পুস্তিকা ও সঙ্গে বাইক আরোহী শিশুদের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া ছিল প্রথম দিনের অনুষ্ঠানের প্রধান অঙ্গ। সংগঠনের সদস্যরা গভীর রাত্রে শহরের বিভিন্ন পথে-ঘাটে বাস করা ভবঘুরে ও হাসপাতালে রোগীদের শীত বস্ত্র বিতরণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংরেজবাজার থানার অধিকারিক, জেলার পরিবহন আধিকারিক ও অন্যান্য ব্যক্তিত্বরা।