অনিরুদ্ধ দাশগুপ্ত

Nov 12, 2019

পুরাতন মালদার গুরু-কা-বাগ গুরুদুয়ারায় নানক জয়ন্তী

গুরু নানকের ৫৫০ তম জন্মদিবস শ্রদ্ধার ও জাঁকজমকের সঙ্গে পালিত হল পুরাতন মালদা পুরসভার শর্বরী এলাকায় অবস্থিত গুরু-কা-বাগ গুরুদুয়ারায়। এদিন সকাল থেকেই অসংখ্য শিখ ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন গুরুদুয়ারায় উপস্থিত হয়ে উৎসবে সামিল হন।

পুরাতন মালদার গুরু-কা-বাগ গুরুদুয়ারার সম্পাদক গুরমিত সিং বলেন, ১৫০৭ সালে ঢাকা যাত্রাকালে গুরু নানকদেব প্রায় নব্বই দিন এই গুরুদুয়ারায় অবস্থান করেছিলেন। তাঁর আগমনের পূর্বে সেই স্থানে একটি কুঁয়ো ছিল, যা এখনও বর্তমান। একটি তামার কলসি ব্যবহার করে সেই কুঁয়ো থেকে জল তুলে যে পাথরের চৌকিতে বসে তিনি স্নান করতেন, সেই পাথরের চৌকি ও তামার কলসি আজও এই গুরুদুয়ারায় সংরক্ষিত আছে। গুরু নানকের পরবর্তীতে নবম গুরু তেগ বাহাদুরও ১৭৬৮ সালে মাত্র নয় দিনের জন্য এই স্থানে এসেছিলেন। গুরুদুয়ারায় তাঁদের পদচিহ্ন আজও স্মৃতি হিসেবে রয়েছে। গুরু নানকের ৫৫০ তম জন্মদিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য এই গুরুদুয়ারায় প্রতিবছরই এই বিশেষদিনে বিভিন্ন সমাজের মানুষের সমাগম হয়।