আমাদের মালদা ডিজিট্যাল

Apr 11, 2020

বিনামূল্যের বাজার বসেছে পুরাতন মালদায়

Updated: Sep 14, 2020

লকডাউনে বাজার অগ্নিমূল্যের অভিযোগ তুলেছেন অনেকেই। সেই সময়ই অন্য ছবি ধরা পড়ল পুরাতন মালদায়। পুরাতন মালদার মির্জাপুরের বাজারে ক্রেতাদের বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বিনামূল্যে এই বাজারের উদ্যোগ নিয়েছে পুরাতন মালদা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

লকডাউনে আর্থিক সংকটে পড়েছেন দুঃস্থ মানুষেরা। এই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন কাউন্সিলর সফিকুল ইসলাম। তিনি বলেন, লকডাউনে আর্থিক সংকটের মুখে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষ। অর্থের অভাবে অনেকেই বাজার করতে পারছেন না। তাই তিনি এলাকার দুঃস্থ মানুষদের কথা চিন্তাভাবনা করে এই বাজার বসানোর সিদ্ধান্ত নেন। এই অভিনব বাজারে খাদ্যদ্রব্যের পাশাপাশি তেল, সাবান ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিসও পাওয়া যাচ্ছে।

সফিকুল ইসলামের অনুমান, এলাকার আর্থিক বলমান মানুষেরা তাঁকে দেখে দুঃস্থদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন। পাশাপাশি করোনাভাইরাসের মোকাবিলায় যদি লকডাউনের সময়সীমা আরও বাড়ে তবে পরবর্তীতেও এই ধরণের বাজারের ব্যবস্থা করার চেষ্টা করার কথাও জানান সফিকুল সাহেব।

মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন