আমাদের মালদা ডিজিট্যাল

Mar 28, 2023

ধর্ষণের অভিযোগ প্রত্যাহারে নারাজ পরিবার, কিশোরীর বাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের

ছয়মাস আগে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছিল এলাকারই কিছু যুবকের বিরুদ্ধে৷ তাদের মধ্যে একজন কুখ্যাত দুষ্কৃতী৷ সেই ঘটনায় ওই কিশোরী স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল৷ অভিযোগ দায়ের হতেই অভিযুক্তদের ধরপাকড় শুরু করে পুলিশ৷ কয়েকজনকে ধরা হলেও মূল অভিযুক্ত আশ্রয় নেয় ঝাড়খণ্ডে৷ ফোন মারফৎ সে কিশোরীর পরিবারকে অভিযোগ প্রত্যাহার করার চাপ দিতে থাকে৷ তাতে রাজি হয়নি কিশোরীর পরিবার৷ অভিযোগ না তোলায় ওই দুষ্কৃতীর লোকজন এর আগে কিশোরীর বাড়িতে গুলি চালায়৷ তাতেও কাজ না হওয়ায় রবিবার রাতে কিশোরীর বাড়িতে বোমাবাজিও করে তারা৷ গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন কিশোরীর বাবা৷ যদিও পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রয়েছে৷

ঘটনাটি ভূতনি থানা এলাকার৷ ধর্ষিতা কিশোরীর বাবা একজন গোপালক৷ তিনি জানাচ্ছেন, “গত সেপ্টেম্বরে তাঁর মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে এলাকা থেকে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক৷ আশেপাশের এলাকাতেই তাদের বাড়ি৷ তাঁর মেয়েকে তারা দু’দিন কোনও গোপন জায়গায় রাখে৷ সেই দুদিন তাঁর মেয়েকে একাধিকবার ধর্ষণ করে তারা৷ শেষপর্যন্ত তৃতীয় দিন তাঁর মেয়েকে অর্ধমৃত অবস্থায় গ্রামে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ তাদের মধ্যে রয়েছে এলাকার কুখ্যাত দীপক মণ্ডলও৷ এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পরদিনই তিনি ভূতনি থানায় মিসিং ডায়ারি করেছিলেন৷ মেয়ের মুখে সব ঘটনা শুনে তাঁরা হতভম্ব হয়ে পড়েন৷ তাঁর মেয়ে এই ঘটনায় ভূতনি থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করে৷”

প্রতীকী ছবি। সৌজন্যে: পিক্স অ্যাবে।

নির্যাতিতার বাবার আরও অভিযোগ,

“থানায় অভিযোগ দায়ের হওয়ার পরও পুলিশ তেমন কোনও পদক্ষেপ করেনি৷ পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে দীপক বারবার অভিযোগ তুলে নেওয়ার জন্য আমাদের চাপ দিচ্ছে৷ কখনও ফোনে, কখনও বা দলবল নিয়ে বাড়িতে এসে তারা হুমকি দিচ্ছে৷ তবে তাদের হুমকিতে আমরা মাথা নোয়াইনি৷ মাস দুয়েক আগে ওরা আমার বাড়ি লক্ষ্য করে গুলি চালায়৷ সেই ঘটনা নিয়েও ভূতনি থানায় অভিযোগ করেছি৷ সমস্ত কাগজপত্র নিয়ে পুলিশসুপারের কাছে গিয়েছি৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷ দেখছি, দেখব ছাড়া পুলিশ আর কিছু করে না৷ এদিকে দীপক শাসিয়ে যাচ্ছে, অভিযোগ না তুললে সে আমাদের খুন করেই জেলে যাবে৷ অবশেষে রবিবার রাতে বাড়িতে থাকা গোয়ালে ওরা বোমাবাজি চালায়৷ এরা যে কোনোদিন আমাকে খুন করে দিতে পারে৷”

দীপক মণ্ডল এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত৷ শুধু মালদাই নয়, বিহার ও ঝাড়খণ্ডেও একাধিক মামলায় অভিযুক্ত সে৷ কয়েক বছর আগে ভূতনিতে সরকারি আধিকারিকের গাড়িতে বোমাবাজি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ কিন্তু এখনও সে পুলিশের অধরা৷ পুলিশের দাবি ধর্ষণের অভিযোগের ভিত্তিতে দীপক মণ্ডল ছাড়া বাকিদের গ্রেফতার করা হয়েছে৷ দীপক ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়ে থাকছে৷ তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷ রবিবারের বোমাবাজির ঘটনাতেও পৃথক মামলা রুজু হয়েছে৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন