আমাদের মালদা ডিজিট্যাল

Aug 3, 2023

ফের ভাঙন মানিকচকে, আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের

ফের ভাঙন দেখা দিল মানিকচকে। গতকাল বিকেল থেকে মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সহবতটোলা ও শান্তি মোড় এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকায়। আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অবিলম্বে ভাঙন রোধের স্থায়ী কাজের দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

উল্লেখ্য, মালদা জেলার অন্যতম সমস্যা ভাঙন। বারবার নদী তীরের মানুষজন ভাঙন রোধ করতে স্থায়ী কাজের দাবি তুলেছেন। কেন্দ্র ও রাজ্যের পাসিং দ্য বল খেলায় সর্বহারা হয়েছেন বহু মানুষ। অভিযোগ, প্রতিবছর ভাঙন শুরু হলে সেচ দফতর ভাঙন রোধের কাজে হাত দেয়। যদিও সেই কাজে কোনও ফল মেলে না। গত কয়েকদিনে বিক্ষিপ্তভাবে খানিক বৃষ্টি হলেও এবছর মালদা জেলায় এখনও সেভাবে বর্ষার দেখা মেলেনি। এরই মধ্যে গতকাল বিকেল থেকে ফের ভাঙন দেখা দিয়েছে মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সহবতটোলা ও শান্তি মোড় এলাকায়। যেহারে ভাঙন শুরু হয়েছে তাতে পুরো গ্রাম জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অবিলম্বে ভাঙন রোধের স্থায়ী কাজ শুরু করার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন