আমাদের মালদা ডিজিট্যাল

Jan 19, 2019

ইউনিভার্সিটিতে প্রতিবছর ভুল রেজাল্টঃ ছাত্র পরিষদ

Updated: Mar 22, 2023

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন পালন করল ছাত্র পরিষদ৷ এদিনের কর্মসূচিতে ছাত্র পরিষদের সঙ্গে অংশ নিয়েছিলেন দলের ৬ বিধায়কও। বিক্ষোভ দেখানোর পর আন্দোলনকারীরা উপাচার্যের সঙ্গে দেখা করে তাঁর হাতে নিজেদের দাবিপত্র তুলে দেন৷

ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ বলেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভুল ফল প্রকাশিত হচ্ছে৷ তাঁদের মনে হচ্ছে, এর পিছনে কোনও রাজনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ২৫টি কলেজেই এখন শিক্ষার মান একেবারে নিচুতে এসে ঠেকেছে৷ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজ তাঁরা উপাচার্যর কাছে দাবি জানিয়েছেন, যোগ্যদের সঠিক মার্কস দেওয়ার৷ রাজনৈতিক স্বার্থ দেখে ছাত্রছাত্রীদের ফেল করাচ্ছে যারা, তাদের উপযুক্ত শাস্তি চান তাঁরা।

উপাচার্য স্বাগত সেন জানান, প্রতিনিধি দল কয়েকটি দাবিদাওয়ার কথা বলেছেন৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁরা নিশ্চয়ই দাবিগুলি বিবেচনা করবেন৷ আর রেজাল্টের বিষয়ে তিনি আগে যা বলেছিলেন, সেটাই আজ কংগ্রেসের প্রতিনিধি দলকে জানিয়ে দিয়েছেন৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন