আমাদের মালদা ডিজিট্যাল

Aug 13, 2019

গ্রিন সিটি প্রকল্পে সেজে উঠছে শহর

Updated: Aug 14, 2020

গ্রিন সিটি প্রকল্পের আওতায় সেজে উঠছে মালদা শহর। শহরের ফোয়ারা মোড় এলাকায় ফুটপাতেই গাছ লাগানোর কাজ শুরু হয়েছে। ২৭ লক্ষ টাকা ব্যয়ে এই কাজ করা হচ্ছে।

সেজে উঠছে মালদা শহরের ফুটপাত। সবুজায়ন, আলোকসজ্জা এবং আধুনিকতার ছোঁয়ায় নতুন সাজে মালদা শহরের ফোয়ারা মোড়ের ফুটপাত। শহরের ফোয়ারা মোড় থেকে শুরু করে গাজোল ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুই ধারে থাকা ফুটপাত নতুন রূপে সেজে উঠছে। লোহার গ্রিল বসানো হচ্ছে রাস্তার দুই ধারে থাকা ফুটপাতে। বসানো হচ্ছে রংবাহারি বিভিন্ন ধরনের গাছ। সামঞ্জস্য বজায় রেখে থাকছে আলোকসজ্জা। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ জানান, গ্রীন সিটি প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তার দুই ধারে ফুটপাতে লোহার গ্রিল বসানোর ফলে নিরাপদে চলাচল করতে পারবেন পথচারীরা শুধু তাই নয় বাড়বে শহরের সৌন্দর্য।