আমাদের মালদা ডিজিট্যাল

Jun 27, 2018

আবার নজির গড়লেন মালদা মেডিকেলের চিকিৎসকরা

Updated: Mar 9, 2023

বিনা অস্ত্রোপচারে আড়াই বছরের শিশুর গলা থেকে কয়েক বের করে আবার নজির গড়লেন মালদা মেডিকেল কলেজের চিকিৎসকরা।


 
দক্ষিণ দিনাজপুর জেলার তপন গ্রামের বাসিন্দা শুনিরাম মার্ডি ও প্রমীলা মার্ডির আড়াই বছরের ছেলে সৌম্যজিৎ মার্ডি। রবিবার খেলতে খেলতে বিছানায় পড়ে থাকার পাঁচ টাকা কয়েন গিলে ফেলে ওই শিশু। এরপর শিশুটির অবস্থা সংকটজনক হয়ে যায়। শ্বাসনালীতে কয়েনটি আটকে প্রায় জীবন সংশয় হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল শিশুটির। শিশুটিকে ভর্তি করা হয় দক্ষিণ দিনাজপুরের হাসপাতালে। সেখান থেকে শিশুটিকে স্থানান্তর করা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে অপারেশন ছাড়াই ঘণ্টা খানেকের প্রচেষ্টায় কয়েনটি বের করা হয়। চিকিৎসকদের এমন চেষ্টায় খুশি শিশুটির পরিবার।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক