অনিরুদ্ধ দাশগুপ্ত

May 8, 2019

ছুটি নয়, পড়াতে চাই প্রতিবাদে শহরে মিছিল

Updated: Feb 18, 2020

ছুটি নয়, পড়াতে চাই। এই শ্লোগানকে সামনে রেখে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী দুই মাস স্কুল ছুটির প্রতিবাদে আন্দোলনে নামল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মালদা শাখা। সংগঠনের পক্ষ থেকে আজ মালদা শহর জুড়ে এক প্রতিবাদ মিছিল বের হয়। অতুল মার্কেট চত্বরে অবস্থিত শিক্ষাভবনে এসে এই মিছিল শেষ হয়। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর ডিআই-এর হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর ডিআই-এর হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে

সংগঠনের পক্ষ থেকে সম্পাদক অরুণকুমার প্রসাদ এবং সভাপতি মনোরঞ্জন দাস জানান, রাজ্য সরকার অপ্রয়োজনীয় দু'মাস স্কুল ছুটি ঘোষণা করেছেন। এর বিরুদ্ধে তাঁরা আন্দোলনে নেমেছেন। সরকারি এই নির্দেশিকা যাতে প্রত্যাখ্যান করা হয় তার জন্য আজ তাঁরা ডিআই-এর হাতে একটি দাবি সনদ তুলে দিয়েছেন। এই দুই মাস স্কুল ছুটির ফলে ছাত্রছাত্রীদের পঠনপাঠন ব্যাহত হচ্ছে। সঙ্গে দুমাস মিড-ডে মিল থেকেও বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা।(#NikhilBangaShikshakSamiti)