শুভাশিস সেন

Mar 23, 2019

পোলিও মুক্ত পৃথিবী, বার্তা নিয়ে সাইকেলে চেন্নাই থেকে মালদা এলেন যুবক

Updated: Apr 7, 2023

উদ্দেশ্য ‘পোলিও মুক্ত পৃথিবী’। সাইকেল নিয়ে প্রচারে বেরিয়ে চেন্নাই থেকে সুদূর ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন চেন্নাইয়ের এক যুবক সতীশ কুমার। সফটওয়্যার বিশেষজ্ঞ এই তরুণ গত ২৩ ফেব্রুয়ারি চেন্নাই থেকে নিজের সাইকেলে যাত্রা শুরু করেছেন। ইতিমধ্যে তিনি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা সাইকেলে পরিভ্রমণ করে শুক্রবার তিনি মালদা জেলায় আসেন।

শুক্রবার মালদা জেলার রোটারি ক্লাব অব মালদা সেন্ট্রালের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় রোটারি সদনে। তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান রোটারি ক্লাবের সদস্যরা। আমাদের মালদা’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান যে গত ২৩ ফেব্রুয়ারি তিনি এই যাত্রা শুরু করেছেন কারণ সেই দিনটি রোটারি ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং এই দিনটি তাঁর মা এর জন্মদিন। তিনি নিজেও একজন রোটারি ক্লাবের সদস্য। তাঁর উদ্দেশ্য পোলিও মুক্ত পৃথিবী গড়ার এবং পৃথিবীতে শান্তির বার্তা প্রচার। সেই উদ্দেশ্যেই তাঁর এই সাইকেল যাত্রা বলে তিনি জানিয়েছেন।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন