আমাদের মালদা ডিজিট্যাল

Nov 1, 2019

ছেলে-বউমার অত্যাচারে আদালতের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

Updated: Aug 12, 2020

ছেলে-বউমার অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হলেন বৃদ্ধ দম্পতি। নির্যাতিত দম্পতি হলেন তাহির শেখ ও আলেহা বিবি। অভিযোগ, এক বিঘা বাগানের মধ্যে কয়েক কাঠা জমির ওপর তাহের সাহেবের বসতবাড়ি। গত কয়েকদিন ধরে দুই ছেলে তাজিমুদ্দিন শেখ ও শেখ আনেশ সেই সম্পত্তি নিজের নামে করে দেওয়ার দাবি করে। সেই দাবিতে রাজি না হওয়ায় চলতে থাকে শারীরিক ও মানসিক অত্যাচার।

তাহের সাহেব জানান, সম্পত্তি ছেলের নামে করে দিতে রাজি না হওয়ার দুই ছেলে ও তাঁদের পরিবার অত্যাচার করছে। চিকিৎসা তো দূরের কথা দু’বেলা খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করে দেয়না। ছেলেদের অত্যাচারে তাঁর স্ত্রী আলেহা বিবি কার্যত শয্যাশায়ী। বাধ্য হয়েই ছেলেদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি।

যদিও এপ্রসঙ্গে অভিযুক্ত দুই ছেলে তাজিমুদ্দিন শেখ সহ শেখ আনেশ কিছু বলতে চাননি।