আমাদের মালদা ডিজিট্যাল

Apr 7, 2020

মালদায় তৈরি হচ্ছে রেলের আট বেডের আইসোলেশন কোচ

Updated: Sep 14, 2020

করোনাভাইরাসের মোকাবিলায় এগিয়ে এল মালদা রেলওয়ে ডিভিশন৷ মালদা ডিভিশনের লোকো শেডে ১৮টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে। প্রতিটি কোচে ৮ জন করে রোগী ও একজন চিকিৎসক কিংবা নার্সের থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ট্রেনের কোচের একটি টয়লেটকে বাথরুমে রূপান্তর করা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী এই কোচগুলি ব্যবহার করা হবে বলে জানান ডিআরএম।

দিনের পর দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা৷ এই ভাইরাসের মোকাবিলায় একাধিক জায়গায় গড়ে তোলা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার৷ এবার করোনাভাইরাসের মোকাবিলায় আইসোলেশন কোচ তৈরি করছে মালদা রেলওয়ে ডিভিশন। ইতিমধ্যে ১৮টি কোচকে আইসোলেশন কোচে রূপ দেওয়া হয়েছে। আরও ১৩টি কোচকে আইসোলেশন কোচে রূপ দেওয়ার কাজ চলছে।

যতীন্দ্র কুমার, মালদা রেলওয়ে ডিভিশনের ম্যানেজার

আপাতত ১৮টি কোচকে আইসোলেশনে পরিণত করা হয়েছে৷ প্রতিটি কোচে ৮টি করে বেড থাকছে৷ থাকছে একজন চিকিৎসক কিংবা নার্সের থাকার জায়গা। প্রতিটি রোগীর জন্য তিনটি করে ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কোচ তৈরি হওয়ার পর স্যানিটাইজড করে বন্ধ করে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী কোচগুলি ব্যবহার করা হবে।

মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন