আমাদের মালদা ডিজিট্যাল

Jul 27, 2017

ইকো ট্যুরিজম পার্ক গড়বে জেলা প্রশাসন

Updated: Feb 25, 2023

জেলার পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চলেছে জেলা প্রশাসন। প্রায় ৯.৪ একর জায়গা জুড়ে ইকো ট্যুরিজম পার্ক হতে চলেছে। আদিনা মসজিদের পশ্চিমদিকে দুটি পুকুর ও একটি অতিথি আবাসকে কেন্দ্র করে এই ইকো ট্যুরিজম পার্ক নির্মাণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

জানা গেছে সমগ্র এলাকায় সীমানা প্রাচীর বরাবর সবুজ গাছ লাগানো থাকবে। ২.৪ একর আয়তন বিশিষ্ট বড় পুকুরটিকে সংস্কার করে সেখানে নৌবিহার, বিভিন্ন জলক্রীড়া ও ছিপ দিয়ে মাছ ধরার ব্যবস্থা করা হবে। সমগ্র পুকুরটির চারপাশে ওয়াক ট্রেইল করা হবে। মৎস শিকারিদের জন্য পুকুরের পাশে কাঠের পাটাতন বানানো হবে এছাড়াও পুকুর সংলগ্ন স্থানে ৬টি কটেজ নির্মাণ করা হবে। ইকো পার্কের মধ্যে একটি কৃত্তিম পাহাড় নির্মাণ করা হবে যেখানে পাহাড় থেকে ঝর্নার জল গড়িয়ে পড়বে। সেই জলের উৎস হবে বড় পুকুরের জল। ঝর্নার জল পুনরায় সেই পুকুরে এসে মিশবে। পার্কে বসানো হবে উইন্ড মিল। বর্তমানে যে অতিথি আবাস আছে সেটির সংস্কার করে নিচতলায় ক্যাফেটেরিয়া ও রেস্টুরেন্ট করা হবে। দ্বিতলে থাকবে রাত্রিবাসের জন্য সুদৃশ্য ৩ টি কামরা। পার্কের মধ্যে যে মাটির উঁচু ঢিবি আছে সেটিকে সিঁড়ির ধাপের ন্যায় আকৃতি করে জেলার ইতিহাসের মিনিয়েচার তৈরি করে সেখানে প্রকাশধ্বনির মাধ্যমে প্রদর্শন করানো হবে। পার্কের মধ্যেকার ছোট পুকুরটিতে সুরের মূর্ছনায় ঝর্ণা বানানো হবে। ছোট পুকুরের পাশে বেশ কয়েকটি বড় চৌবাচ্চা তৈরি করা হবে যেখানে রঙিন মাছ সংরক্ষণ করা হবে। থাকবে ছোটগাড়ির পার্কিং জোন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে তারা কাছাকাছি একটি জায়গা অধিগ্রহণ করবেন বড় গাড়ির পার্কিং জোন করার জন্য। জেলা প্রশাসন আশাবাদী যে এর ফলে পর্যটকরা দিনে আদিনা মৃগদাবে সময় কাটিয়ে বিকেল বেলা এই ইকো পার্কের আনন্দ উপভোগ করবেন।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন