অনিরুদ্ধ দাশগুপ্ত

May 7, 2019

চোরাগোপ্তা পথে বিহারে মাদক পাচার, হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার চার

Updated: Sep 24, 2020

বিহারে নিষিদ্ধ মদ। তাই পশ্চিমবঙ্গের চোরাগোপ্তা পথে বিহারে বেআইনিভাবে মদ পাচার করার একটা চক্র যথেষ্ট সক্রিয়। সোমবার রাতে গোপন খবরের সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিহারগামী রাস্তায় তল্লাশি চালিয়ে তিনটি মোটরবাইক আটক করে। সেই তিন মোটরবাইক আরোহীর কাছ থেকে ২৪৯টি বিদেশী মদের বোতল উদ্ধার হয়। মোটরসাইকেল আরোহী চার যুবককে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

তিন মোটরবাইক আরোহীর কাছ থেকে ২৪৯টি বিদেশী মদের বোতল উদ্ধার হয়

ধৃতদের নাম হংসরাজ মণ্ডল, দিপু মহলদার, বিকাশ মাঝি ও সুন্দরী মাঝি। এদের মধ্যে দিপু, বিকাশ ও সুন্দরের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রামে। অন্যদিকে, হংসরাজ মণ্ডলের বাড়ি রতুয়া থানার মহানন্দাটোলা গ্রামে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, চোরাপথে এই মদগুলি বিহারে নিয়ে গিয়ে বিক্রির পরিকল্পনা ছিল ওই যুবকদের। ধৃতদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আবগারি আইনের ৪৬ নম্বর ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।