আমাদের মালদা ডিজিট্যাল

Sep 30, 2021

তৃতীয় ঢেউয়ের আগে জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন

করোনার তৃতীয় ঢেউ রুখতে রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে শিশু চিকিৎসার পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে স্বাস্থ্য দফতর। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যাক-আপ হিসেবে জেলার গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি জানান, শিশুদের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ অফিসার নিয়োগ করা হয়েছে। সব্যসাচী চক্রবর্তী চাইল্ড অফিসার হিসাবে কাজ করছেন। মালদা মেডিকেলে জ্বর সহ অন্যান্য উপসর্গ নিয়ে কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে। তবে করোনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। গত তিন মাসে ১১৯টির বেশি বাচ্চা পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে ভরতি হয়েছিল। তারমধ্যে ১১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একজন বাচ্চা অন্য কারণে মারা গিয়েছিল। সরকারি ব্যবস্থাপনায় তাদের খুব ভালো চিকিৎসা হচ্ছে।

তিনি আরও জানান, জেলার ১৫টি ব্লকের হাসপাতালগুলিতে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। জেলার প্রতিটি বেডে রোগীদের অক্সিজেন সরবরাহ করা হবে।

[ আরও খবরঃ দলীয় সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি হলেন তৃণমূলের সদস্য ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন