আমাদের মালদা ডিজিট্যাল

Mar 20, 2018

গাজোলে ক্রাইম ব্রাঞ্চ, গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

Updated: Feb 27, 2023

তৃণমূলের বিধায়কের আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকা কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে৷ ওই দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে আজ তাকে জেলা আদালতে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ইংরেজবাজার থানা এলাকায় ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে৷

ধৃতের নাম আবু তালেব শেখ৷ বয়স ৩৩৷ বাড়ি কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি থানা এলাকার হাসনাবাদ দিয়ারা গ্রামে৷ বেশ কিছুদিন আসে সে গাজোলের নয়াপাড়ায় স্থানীয় বিধায়ক দীপালি বিশ্বাসের আত্মীয় সান্ত্বনা বিশ্বাসের বাড়ির একাংশ ভাড়া নেয়৷ রবিবার গভীর রাতে সেই বাড়িতে হানা দেয় উত্তর দিনাজপুর জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ তালেবের হেপাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড কার্তুজ৷ জানা গিয়েছে, পুরোনো একটি ডাকাতির অভিযোগে উত্তর দিনাজপুর জেলা পুলিশ দীর্ঘদিন ধরেই তালেবকে খুঁজছিল৷ গতকাল রাতে উত্তর দিনাজপুর জেলা পুলিশ তালেব শেখকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়৷

নয়াপাড়া এলাকার মানুষজন জানিয়েছেন, রবিবার রাতে গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাসের আত্মীয় সান্ত্বনা বিশ্বাসের বাড়িতে বেশ কিছুক্ষণ তল্লাশি চালায় উত্তর দিনাজপুর পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ তল্লাশি চালানো হয় বাড়ি লাগোয়া একটি গুদামেও৷ স্থানীয়দের দাবি, সেই গুদাম থেকে আরও কিছু আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ সান্ত্বনাদেবীর বাড়িতে বেশ কিছুদিন ধরেই বহিরাগতদের আনাগোনা শুরু হয়েছিল বলে দাবি এলাকাবাসীর৷ তাঁদের আরও দাবি, তালেব বিধায়কের স্বামী রঞ্জিত বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিল এলাকায়৷ সে বিধায়কের বাড়িতে নিয়মিত যাতায়াত করত৷ যদিও রঞ্জিতবাবুর দাবি, গত ১৫ বছর ধরে সান্ত্বনাদেবী কিংবা তাঁর পরিবারের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই৷ আবু তালেবকেও তিনি চেনেন না৷ এনিয়ে তাঁর কিছু বলার নেই৷

কিন্তু আবু তালেবকে নিয়ে গাজোল থানা পুলিশের গোপনীয়তা অন্যদিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় লোকজন৷ এনিয়ে সংবাদমাধ্যমকেও কিছু জানাতে রাজি হয়নি ওই থানার পুলিশ৷ যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে গোরু পাচারের অভিযোগে ২০১৬ সালে তাকে গ্রেফতার করেছিল বামনগোলা থানার পুলিশ৷ সম্প্রতি ইংরেজবাজার থানার শোভানগরে প্রাক্তন এক সেনাকর্মীর বাড়িতে ডাকাতির ঘটনাতেও যুক্ত সে৷ ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ওই ডাকাতির ঘটনায় আবু তালেবের জড়িত থাকার প্রমাণ মিলেছে৷ তার বিরুদ্ধে ভারতীয় আইনের ৩৯৫, ৩৯৭ ও ৩৪ ধারা সহ অস্ত্র আইনের ২৫, ২৭ ও ৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ ১৪ দিনের হেপাজতে চেয়ে এদিন তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ছবিঃ কৃতাঙ্ক