আমাদের মালদা ডিজিট্যাল

Jan 13, 2021

অপেক্ষার অবসান ঘটিয়ে মালদায় এল করোনা ভ্যাকসিন

বুধবার সন্ধ্যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিন এসে পৌঁছল। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে শনিবার থেকেই এই টিকা দেওয়া শুরু হবে। তবে প্রথম পর্যায়ে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের স্বাস্থ্যকর্মীরা এই টিকা নেওয়ার সুযোগ পাবেন।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি জানান, করোনা ভ্যাকসিনের টিকা প্রথম পর্যায়ে ২২ হাজার ডোজ এসেছে। প্রথম পর্যায়ে ১১ হাজার কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্যকর্মীরা এই টিকা নেওয়ার সুযোগ পাবেন। আপাতত জেলায় লিস্ট তৈরি হয়েছে প্রায় কুড়ি হাজার সরকারি কর্মীর। মালদা মেডিকেল কলেজ সহ জেলার ১৬টি জায়গা থেকে এই ভ্যাকসিন ও টিকা দেওয়া হবে। পরবর্তীতে সাধারণ মানুষের মধ্যে এই ভ্যাকসিনের টিকা দেওয়া হবে। তবে প্রথমে যাঁদের দরকার তাঁরা এই ভ্যাকসিনের টিকা পাবেন।

[ আরও খবরঃ পুল-গ্যারেজ বদলে ইংরেজবাজারে সুফল বাংলা স্টল ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন