আমাদের মালদা ডিজিট্যাল

Jul 27, 2017

ঠিকাদারের কাছে পারিশ্রমিক চেয়ে মার খেতে হল শ্রমিককে

Updated: Feb 25, 2023

ইঁট দিয়ে থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অন্তর্গত বাগবাড়ি এলাকায়। এদিন নিজের পারিশ্রমিকের পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন এক শ্রমিক। আহত শ্রমিক বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ওই ঠিকাদার সহ ৪ জনের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শ্রমিকের পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আহত শ্রমিকের নাম কার্তিক মণ্ডল। বয়স আনুমানিক ৩৮। অভিযুক্ত ঠিকাদারের নাম চন্দন মণ্ডল। জানা গিয়েছে, চন্দন একজন শ্রমিক সরবারহকারী। কয়েক মাস আগে কার্তিক মণ্ডল ভিন রাজ্যে চন্দনের সংস্থার মাধ্যমে কাজে যান। কাজ থেকে ফিরে কার্তিকবাবু চন্দনের কাছে নিজের পারিশ্রমিকের টাকা চাইতে গেলে চন্দন ওই টাকা দিতে অস্বীকার করে। টাকার প্রয়োজন থাকায় এদিন কার্তিক ও তাঁর স্ত্রী ফের চন্দনের কাছে টাকা চাইতে যান। এনিয়ে দু'পক্ষের মধ্যে বচসা হয়। অভিযোগ, সেই সময় কার্তিককে ইট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা করে চন্দন। স্বামীকে আক্রান্ত হতে দেখে স্ত্রী বাঁচাতে গেলে তাঁর ওপরেও চড়াও হয়ে চন্দন ও তার লোকজন মারধর শুরু করে বলে অভিযোগ। গোলমাল শুনে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত চন্দন ও তার দলবল পালিয়ে যায়। স্থানীয়রাই আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর স্ত্রীকে ছেড়ে দেওয়া হলেও কার্তিকের মাথায় আঘাত গুরুতর থাকায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কার্তিকের পরিবারের পক্ষ থেকে চন্দন সহ ৪ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন