আমাদের মালদা ডিজিট্যাল

May 23, 2022

১০০ দিনের কাজ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের

ভুয়ো মেমো নাম্বার ব্যবহার করে চলছে ১০০ দিনের প্রকল্পের কাজ। বিষয়টি নজরে আসতে নড়েচড়ে বসল মালদা প্রশাসন। ইংরেজবাজারের যদুপুর ১ নম্বর গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন খোদ বিডিও।

জানা গিয়েছে, সম্প্রতি ১০০ দিনের প্রকল্প নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে জেলাশাসকের দফতরে। সেই অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি ও এই প্রকল্পের নোডাল অফিসার অভিষেক চক্রবর্তীকে ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলাশাসক রাজর্ষি মিত্র। তদন্তে উঠে আসে ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ নম্বর গ্রামপঞ্চায়েতে ভুয়ো মেমো নাম্বার ব্যবহার করে ১০০ দিনের প্রকল্পের কাজ চলছে। এরপরই ইংরেজবাজারের বিডিও সৌগত চৌধুরিকে এফআইআর করার নির্দেশ দেন জেলাশাসক। সেই নির্দেশে অভিযোগ দায়ের করেন বিডিও।

[ আরও খবরঃ মেডিকেলে রোগীর আত্মীয়ের শ্লীলতাহানি, আটক এক ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন