আমাদের মালদা ডিজিট্যাল

Nov 22, 2021

ত্রিপুরায় সায়নী ঘোষ গ্রেফতারের পর বিক্ষোভ চাঁচলে

ত্রিপুরায় যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার ও তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগে রাস্তায় নামল তৃণমূল ছাত্র পরিষদ। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়।

আজ দুপুরে চাঁচল ১ ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল দাহ করে চলতে থাকে বিক্ষোভ। প্রায় ঘণ্টা খানেকের বিক্ষোভের জেরে তীব্র যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার পুলিশ। ঘণ্টা দেড়েক অবরোধের পর বিক্ষোভ তুলে নেয় তৃণমূল ছাত্র পরিষদ।

উল্লেখ্য, রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করে আগরতলা পুলিশ। তাঁর বিরুদ্ধে গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টার অভিযোগ রয়েছে। ত্রিপুরা পুলিশ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে।

[ আরও খবরঃ বাঁশবাগান থেকে উদ্ধার পাঁচটি উট, তদন্তে পুলিশ ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন