আমাদের মালদা ডিজিট্যাল

Jun 6, 2022

সার্ভিসরোড এবং আন্ডারপাসের দাবিতে অবরোধ

সার্ভিসরোড এবং আন্ডারপাসের দাবিতে হরিশ্চন্দ্রপুর-তুলসিহাটা-ভবানীপুর চৌরাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ব্যবসায়ীদের। অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। সকাল থেকে এখনও পর্যন্ত অবরোধ চলছে। অবরোধের জেরে তীব্র সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

উল্লেখ্য, হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচল হয়ে গাজোলের কদুবাড়ি পর্যন্ত ৮১ নম্বর জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে। তুলসিহাটা-ভবানীপুর চৌরাস্তা এলাকায় একটি ফ্লাইওভার সহ বাইপাস রাস্তা নির্মাণ করা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, ভবানীপুরে এই ফ্লাইওভার নির্মাণ হলে রাস্তার এক দিকের ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাঁদের দাবি, এলাকার ব্যবসায়ীদের স্বার্থে অবিলম্বে ফ্লাইওভারের দুইপাশে সার্ভিস রোড নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি ফ্লাইওভারের নিচে একটি আন্ডারপাস নির্মাণ করতে হবে, যাতে ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে থাকা ব্যবসায়ীদের এবং হাটের ব্যবসায়ীদের সুবিধা হয়। এনিয়ে স্থানীয় প্রশাসন, মহকুমা এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও ফল পাওয়া যায়নি। তাই আজ এলাকার ব্যবসায়ীরা সার্ভিসরোড এবং আন্ডারপাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।

ঘটনাপ্রসঙ্গে স্থানীয় প্রশাসনিক কর্তা কিংবা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[ আরও খবরঃ দম্পতিকে বেঁধে ডাকাতি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন