আমাদের মালদা ডিজিট্যাল

Jan 4

পরিসেবা নিয়ে প্রশ্ন, পুরসভা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

ইংরেজবাজার পুরসভার পরিসেবা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপির। আজ দুপুরে পুরসভার ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ১২ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির তরফে।

পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী জানান, পুরসভা পরিসেবা তলানিতে ঠেকেছে। পানীয় জল নেই, ভাগাড় নেই, ফুটপাথ দখল হয়ে যাচ্ছে, মহানন্দা দূষণ হচ্ছে। আর পুরসভা কিছুই করছে না। কেন্দ্রীয় সরকার জল প্রকল্প, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য টাকা দিচ্ছে। অথচ সেই টাকা কোথা যাচ্ছে কেউ জানে না। পুরসভায় কীভাবে অস্থায়ী নিয়োগ হচ্ছে কারো জানা নেই। এসব নিয়ে আজ আমাদের বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান কর্মসূচি।

পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, বোর্ড অফ কাউন্সিলর্সদের মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েই সমস্ত কাজ করা হয়। সামনে ভোট আসছে মানুষের নজরে থাকতে বিজেপি এসব করছে।