আমাদের মালদা ডিজিট্যাল

Jan 14, 2020

‘দিদিকে বল’কে ভাঁওতাবাজি বললেন এই বিজেপি নেতা

Updated: Nov 6, 2020

রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী দিদিকে বল কর্মসূচির প্রচারে দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন তৃণমূল নেতা-নেত্রীরা। এদিকে দিদিকে বল কর্মসূচিকে ফ্লপ শো বলে দাবি বিজেপির জেলা সহ-সভাপতির।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় পরে জনপ্রিয়তা বাড়াতে ও নির্বাচনী সাফল্য পুনরুদ্ধার করতে তৃণমূল নিয়োগ করে নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোরকে। দায়িত্ব নেওয়ার পর অল্পদিনের মধ্যেই জনগণের সঙ্গে তৃণমূলের নিবিড় যোগাযোগ বাড়াতে প্রশান্ত কিশোর চালু করেন দিদিকে বল কর্মসূচি। একটি নির্দিষ্ট মোবাইল নম্বরে ফোন করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে নিজেদের অভাব অভিযোগ জানানোর সুযোগ করে দেওয়া হয় আমজনতাকে। দিদিকে বল কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয় দলের পক্ষ থেকে। সেই নির্দেশে দিদিকে বল কর্মসূচি চলছে জেলায়।

এদিকে, দিদিকে বল কর্মসূচির বিষয়ে জেলা বিজেপির সহ-সভাপতি অজয় গাঙ্গুলি জানান, দিদিকে বল কর্মসূচি তৃণমূলের একটা ফ্লপ শো। ভাঁওতাবাজি হচ্ছে। মানুষের জনসমর্থন পাচ্ছে না বলেই এই রকমভাবে মানুষকে ঠকাচ্ছে তৃণমূল।