আমাদের মালদা ডিজিট্যাল

Nov 30, 2021

জায়গা দেখলের চেষ্টায় আশাকর্মী ও দুই মেয়েকে মারধরের অভিযোগ

জায়গা দখলের প্রতিবাদ করায় আশাকর্মী সহ দুই মেয়েকে মারধরের অভিযোগ উঠল রতুয়ায়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে মা ও মেয়েরা মালদা মেডিকেলে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে আপাতত দুজনকে আটক করেছে রতুয়া থানার পুলিশ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার পশ্চিম রুকুন্দিপুর এলাকায়।

আক্রান্তদের নাম শাহানাজ পারভীন (৫৫), ডেজি পারভীন (২২) ও নাসরিন পারভীন (১৮)। শাহানাজ পুলিশি অভিযোগে জানান, কয়েক বছর আগে তাঁর স্বামী মারা গিয়েছেন। তাঁদের পৈত্রিক সম্পত্তি দেওর মীর আইয়ুব আলি দখল করার চেষ্টা চালাচ্ছে। সোমবার রাতে হঠাৎ অভিযুক্ত দেওর দলবল নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি তাঁদের মারধর করে অভিযুক্তরা। চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করেন।

রতুয়া থানার পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদকে কেন্দ্রে করে এক মহিলা ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে আপাতত দুজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন