আমাদের মালদা ডিজিট্যাল

Apr 7, 2020

লকডাউনে ঘরে না থাকার হাজারো বাহানা, রাস্তায় অভিনব বার্তা পুলিশের

Updated: Sep 14, 2020

লকডাউনে সাধারণ মানুষকে ঘরে রাখতে অভিনব উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ প্রশাসন। গতকাল রাতে মালদা শহরের ফোয়ারা মোড় ও রথবাড়ি মোড়ের রাস্তায় করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক বার্তা লেখা হয়। সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।

করোনাভাইরাসের মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে৷ দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যাও৷ তবু যেন সচেতনতার অভাব দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। প্রয়োজন ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে শহরবাসী৷ কখনও ওষুধ কেনার অছিলায়, কখনও বাজার আনতে যাওয়ার বাহানায়। যেন কোনোভাবেই সচেতন করা যাচ্ছে না মালদাবাসীকে৷ অবশেষে সাধারণ মানুষকে সাবধান করতে রাস্তার উপর সচেতনতার বার্তা লিখল জেলা পুলিশ৷ সাধারণ মানুষ রাস্তায় বেরলেই যাতে সচেতনতার বার্তা দেখতে পান।

অলোক রাজোরিয়া, জেলা পুলিশসুপার

"সাধারণ মানুষকে সচেতন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ মালদা শহরের আরও কিছু জনবহুল এলাকার রাস্তায় এভাবেই সাধারণ মানুষকে সচেতন করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে"

মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন