অনিরুদ্ধ দাশগুপ্ত

Nov 12, 2019

রেশন মেলে মাসে দু’দিন, দোকানের আসবাব পুকুরে ফেলল জনতা

দুর্নীতির অভিযোগে রেশন দোকানে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। জনতার রোষ থেকে বাঁচতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রেশন ডিলার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদায়।

পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের পাঁচগাঁও গ্রামে রেশন দোকান চালান কালু সাহা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রেশন ডিলার নিজের ইচ্ছেমতো রেশন দোকান খোলেন। কখনও মাসে একদিন কখনো বা দু’দিন। কবে দোকান খোলা হবে তাও জানানো হয় না উপভোক্তাদের। শুধু তাই নয়, পোকাধরা খাদ্যশস্য উপভোক্তাদের দেওয়া হয়। একাধিকবার রেশন ডিলারের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ফল মেলেনি। বাধ্য হয়ে আজ সকালে রেশন দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দোকানের আসবাবপত্র পুকুরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, এলাকাবাসীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রেশন ডিলার কালু সাহা। তিনি বলেন, নিয়ম অনুযায়ী রেশন দোকান খোলা হয়। রেশনে যে খাদ্যশস্য পাঠানো হয়, সেই খাদ্যশস্য উপভোক্তাদের দেওয়া হয়।