আমাদের মালদা ডিজিট্যাল

Jul 3, 2023

বিদ্যুৎ দফতরে ভাঙচুর, আক্রান্ত তিন কর্মী

বিদ্যুৎ দফতরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি বিদ্যুৎ দফতরের কর্মীদের মারধরের অভিযোগ উঠল পুখুরিয়ায়। এই ঘটনায় তিনজন বিদ্যুৎ দফতরের কর্মী আহত হয়েছেন। আক্রান্তরা স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, বিক্ষোভকারীদের বাধা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ শুরু। কোনোরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুখুরিয়া থানার নাগরায় এলাকার বাসিন্দারা স্বাভাবিক বিদ্যুৎ পরিসেবা না পাওয়ার অভিযোগে আজ দুপুরে বিদ্যুৎ দফতরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, জোর করে দফতরে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়। দফতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাতে থাকে ক্ষিপ্ত জনতা। পরে মারধর করা হয় স্টেশন ম্যানেজার সহ কর্মীদের। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। স্থানীয় কিছু মানুষ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুখুরিয়া থানার পুলিশ। কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আক্রান্ত বিদ্যুৎ দফতরের কর্মীদের আড়াইডাঙা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন