আমাদের মালদা ডিজিট্যাল

Sep 7, 2019

জলাভূমি বুজিয়ে পাট্টা, অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

Updated: Aug 14, 2020

চেয়ারম্যানের বিরুদ্ধে জলাজমি ভরাট করে বেআইনিভাবে পাট্টা দেওয়ার অভিযোগ তুললেন ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। শুধু তাই নয়, পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধেও বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন ভাইস চেয়ারম্যান। যদিও বিওসিতে পাট্টা নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি ওই কাউন্সিলরের।

ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে সেই জমিকে প্লট করা হচ্ছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর পরিতোষ চৌধুরি পাট্টা দেওয়ার নাম করে টাকা তুলছেনঃ ভাইস চেয়ারম্যান

উল্লেখ্য, গত ২৮ অগাস্ট চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জানিয়েছিলেন। সেই প্রস্তাবে সই করেছিলেন ভাইস চেয়ারম্যানও। অনাস্থার বিষয়ে জানতে পেরে রাজ্য নেতৃত্ব পুরসভার দলীয় কাউন্সিলরকে নিয়ে মিটিং করে। মিটিংয়ে অনাস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। অনাস্থা প্রত্যাহারের আগেই ফের একবার বিতর্কে জড়ালেন নীহারবাবু।

ভাইস চেয়ারম্যান দুলাল সরকার জানান, ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে সেই জমিকে প্লট করা হচ্ছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর পরিতোষ চৌধুরি পাট্টা দেওয়ার নাম করে টাকা তুলছেন। চেয়ারম্যান বেআইনিভাবে বিওসি মিটিং না করেই একটি নির্দেশ জারি করেছেন। সেই নির্দেশিকায় স্থগিতাদেশ জারি হয়েছে। জলাভূমি বুজিয়ে মানুষকে পাট্টা দেওয়ার প্রসঙ্গ আসছে কীভাবে? আর পুরসভার জমি থাকলেও তাতে পাট্টা দেওয়ার অধিকারী ভূমি ও ভূমি রাজস্ব বিভাগ৷ জমির অভাবে পুরসভা এখনও পর্যন্ত নিজস্ব ভাগাড় তৈরি করতে পারিনি৷ কোনো তদন্ত না করে কাউকে আমরা পাট্টা প্রদানের অনুমোদন করতে পারি না৷ তার উপর ইংরেজবাজার পুর এলাকায় কাউকে পাট্টা দিতে গেলে কাউন্সিলার বোর্ডের অনুমোদন প্রয়োজন৷

এপ্রসঙ্গে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিতোষ চৌধুরি জানান, ভাইস চেয়ারম্যান পাট্টা সংক্রান্ত চেয়ারম্যানের নির্দেশিকা বাতিল করেছেন৷ মাস সাতেক আগে এনিয়ে বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল৷ সেই সিদ্ধান্ত অনুযায়ীই চেয়ারম্যান এই প্রস্তাব অনুমোদন করেছিলেন৷ এটা পুরসভারই জায়গা৷ সেখানে প্রায় ৪০ বছর ধরে বেশ কিছু পরিবার বসবাস করছে৷ তাদের পাট্টা হয়নি৷ কিন্তু আমি যতদূর জানি, বিওসিতে পাস হয়ে যাওয়া কোনো সিদ্ধান্ত বাতিল করা যায় না৷

প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন