আমাদের মালদা ডিজিট্যাল

Aug 7, 2019

দুর্নীতির প্রতিবাদ করে বিপাকে সরকারি নিরাপত্তাকর্মী

Updated: Aug 14, 2020

দুর্নীতির প্রতিবাদ করে ফুলবাড়ি ইলেকট্রিক সেক্টর অফিসে কর্তৃপক্ষের হাতে হেনস্তা হওয়ার অভিযোগ উঠল ইংরেজবাজারে। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে কর্তৃপক্ষ। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ এখনও অভিযোগের রিসিভ কপি দেয়নি বলে অভিযোগ তুলেছেন ওই কর্মী।

মালদা শহরের ফুলবাড়ি ইলেকট্রিক অফিসের কর্মী অমিত উপাধ্যায়। অমিতবাবুর অভিযোগ, গত কয়েক মাস ধরে ওই অফিসের নানান দুর্নীতি তাঁর চোখে ধরা পড়ে৷ সেকথা তিনি স্টেশন ম্যানেজার তন্ময় বিশ্বাসকে জানান৷ এরপর থেকেই ফুলবাড়ি ইলেকট্রিক অফিসের কিছু কর্মী ও বহিরাগতরা তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে। গত শনিবার তাঁকে অফিসেই মারধর করে সাদা ৫০ টাকার স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করতে বলে। অমিতবাবু অস্বীকার করলে অভিযুক্তরা তাঁর ছেলেকে কিডন্যাপ করে, পরিবারের সকলকে খুনের হুমকি দেয়। ভয়ে সাদা স্ট্যাম্প পেপারেই স্বাক্ষর করে দেন অমিতবাবু। সেই স্ট্যাম্প পেপারে অমিতবাবুর নামে সাড়ে সাত লক্ষ টাকার ঋণ লিখে নেয় অভিযুক্তরা। সেই টাকা ফেরত চেয়ে অভিযুক্তরা গতকাল অমিতবাবুর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করে। চিৎকার-চ্যাঁচামেচিতে এলাকার লোকজন ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। গতকালই অমিতবাবু আইনজীবীর পরামর্শ নিয়ে রিন্টু দাস, বিশ্বজিৎ ঘোষ, সুরজিৎ সিংহ, সৌমেন সরকার, উজ্জ্বল দে ও তন্ময় বিশ্বাসের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগের রিসিভ কপি দেওয়া হয়নি বলেও অভিযোগ অমিতবাবুর।

অভিযুক্ত স্টেশন ম্যানেজার তন্ময় বিশ্বাস এনিয়ে কোনও মন্তব্য করবেন না বলে সাফ জানিয়ে দেন।

প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন